চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এদের মধ্যে দুজন আপন ভাই ও আরেকজন তাদের মামা বলে জানা গেছে।
শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল, অটোরিকশা ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন— মো. হুমায়ুন (৩৭) ও তার ভাই মো. মামুন (৩২) এবং তাদের মামা মনির হোসেন (৪৫)। তাদের বাড়ি সাতকানিয়া উপজেলায়।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম সারাবাংলাকে জানিয়েছেন, নিহত তিনজন চট্টগ্রামমুখী মোটরসাইকেলে ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে তিনজনই মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। তখন কক্সবাজারমুখী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে তিনজনই ঘটনাস্থলে মারা যান।
খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করেন।