Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাইলস্টোনে নিহত ভাই-বোনের পরিবারের পাশে রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৫ ২১:০১

নিহত নাজিয়া ও নাফির পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

ঢাকা: রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত দুই শিশু নাজিয়া ও নাফির পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই পরিবারকে সমবেদনা জানাতে যান ‍রুহুল কবির রিজভী।

শোকাহত বাবা আশরাফুল আলম রিজভীকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি অনুরোধ জানান, যাতে তার সন্তানদের কবরের ওপর ভবিষ্যতে আর কোনো কবর না দেওয়া হয়।

রুহুল কবির রিজভী তাকে আশ্বস্ত করে বলেন, ‘সন্তান হারানোর বেদনার চেয়ে বড় শোক আর কিছু হতে পারে না। আপনার সন্তানদের কবরের জায়গা সংরক্ষণের বিষয়টি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শুরু থেকেই আপনাদের খোঁজ রাখছেন।’

বিজ্ঞাপন

এই সময় সেখানে আরও উপস্থিত ছিলেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডা. শরীফুল ইসলাম, জাসাসের যুগ্ম আহ্বায়ক জাহেদুল আলম হিটো, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. আউয়াল, উত্তরা আধুনিক মেডিকেলের চিকিৎসক মুনতাসির, তাসিন, মুসাদ্দিকসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে দুই শিশু শিক্ষার্থী নাজিয়া ও নাফি ঘটনাস্থলেই প্রাণ হারান। একই পরিবারের ভাই-বোনের এমন মর্মান্তিক মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।

সারাবাংলা/এফএন/এইচআই

নাজিয়া ও নাফি বিমান বিধ্বস্ত মাইলস্টোন ট্রাজেডি রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ 'সহনীয়'
২৬ জুলাই ২০২৫ ১২:২৫

আরো

সম্পর্কিত খবর