Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাঁচ আগস্ট নির্বাচনের তারিখ ‘শুনতে চান’ জোনায়েদ সাকি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৫ ২৩:১৬ | আপডেট: ২৫ জুলাই ২০২৫ ২৩:৫১

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: ‘জুলাই অভ্যুত্থানের’ বর্ষপূর্তির দিন আগামী ৫ আগস্ট জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শুক্রবার (২৫ জুলাই) নগরীর বিপ্লব উদ্যানে গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ দাবি জানান।

জোনায়েদ সাকি বলেন, ‘দেশে অস্থিরতা চলছে। রাজনীতির আকাশে আবার মেঘ আসছে বলে মনে হচ্ছে। নির্বাচন নিয়ে এক ধরনের আশঙ্কা সৃষ্টি হচ্ছে।’

বিচার, সংস্কার ও নির্বাচন- একসঙ্গে চলতে হবে মন্তব্য করে তিনি বলেন, ‘গণতান্ত্রিক রাজনৈতিক উত্তরণ এখন বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ। তাই আগামী ৫ আগস্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা দরকার। যদি সেটা না হয়, তাহলে এর পরবর্তী দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা দরকার।’

বিজ্ঞাপন

সরকারকে নিরপেক্ষতা দৃশ্যমান করার আহ্বান জানান সাকি।

গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম জেলা সমন্বয়কারী হাসান মারুফ রুমীর সভাপতিত্বে ও যুগ্ম-নির্বাহী সমন্বয়ক নাসিরউদ্দিন তালুকদারের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আতিকুর রহমান, দলটির জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী মো. হারুন, অপূর্ব নাথ, গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিজানুর রহীম চৌধুরী, নারী সংহতির আহ্বায়ক নুরুন্নেসা মুন্নি।

সারাবাংলা/আরডি/এইচআই

গণসংহতি আন্দোলন জোনায়েদ সাকী পাঁচ আগস্ট

বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ 'সহনীয়'
২৬ জুলাই ২০২৫ ১২:২৫

আরো

সম্পর্কিত খবর