Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভুয়া প্রেস বিজ্ঞপ্তির ব্যাপারে সতর্ক করলেন রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৫ ০০:১৭

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

ঢাকা: সই জাল করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছড়ানো হয়েছে, এমন দাবি করে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘‘কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার সই জাল করে ‘আংশিক কমিটি ঘোষণা’ শিরোনামে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ফেসবুকে ছড়িয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।’’

রিজভী আরও জানান, বিজ্ঞপ্তিটি বিএনপির দফতর থেকে পাঠানো হয়নি এবং এটি দলীয় সিদ্ধান্তকে প্রতিফলিত করে না। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি দলের সব পর্যায়ের নেতাকর্মীদের এসব ভুয়া তথ্য এড়িয়ে চলার এবং যাচাই ছাড়া কোনো বার্তা বিশ্বাস না করার অনুরোধ জানান।

তিনি জালিয়াতির এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ইঙ্গিত দেন।

সারাবাংলা/এফএন/এইচআই

বিএনপি রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর