Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৬ বলে ফিফটি, ৩৭ বলে সেঞ্চুরি—ইতিহাস গড়লেন টিম ডেভিড

স্পোর্টস ডেস্ক
২৬ জুলাই ২০২৫ ০৮:৪৯

ইতিহাস গড়ে সেঞ্চুরি পেলেন ডেভিড

টি-২০ স্পেশালিষ্ট হিসেবেই তাকে একাদশে রাখে অস্ট্রেলিয়া। তবে নিজের ক্যারিয়ারে খুব বেশি অর্জন ছিল না টিম ডেভিডের। আজ এক ইনিংসেই ডেভিড ছাড়িয়ে গেলেন সবাইকে। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের ৩য় টি-২০তে দুটি অনন্য রেকর্ড গড়েছেন এই অজি ব্যাটার। ১৬ বলে ফিফটির পর ৩৭ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে এটিই টি-২০ ফরম্যাটে দ্রুততম হাফ সেঞ্চুরি ও সেঞ্চুরির রেকর্ড।

ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২১৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমেছিল অজিরা। ৬১ রানে ৩ উইকেটের পতনের পর ক্রিজে নামেন ডেভিড। এরপর শুরু তার তাণ্ডব।

ক্যারিবিয়ান বোলারদের ওপর স্টিম রোলার চালিয়ে মাত্র ১৬ বলেই ফিফটি তুলে নেন ডেভিড। এরপর তিন অংক ছুঁয়েছেন মাত্র ৩৭ বলে। শেষ পর্যন্ত ১১ ছক্কা ও ৬ চারে ৩৭ বলে ১০২ রানে অপরাজিত থেকে দলের জয় নিয়েই মাঠ ছাড়েন ডেভিড।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার হয়ে ডেভিডই এখন দ্রুততম হাফ সেঞ্চুরি ও সেঞ্চুরির মালিক।

সারাবাংলা/এফএম

অস্ট্রেলিয়া টিম ডেভিড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর