Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপকূলে নিম্নচাপের প্রভাব, ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৫ ০৮:৪১

ফাইল ছবি।

ঢাকা: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশের উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে দেশের উপকূলীয় ১৫ জেলায় ১ থেকে ৩ ফুট উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার (২৫ জুলাই) রাতে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি এখন পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং বিকালের মধ্যে এটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।

নিম্নচাপের অবস্থান:
চট্টগ্রাম বন্দর থেকে ২৬৫ কিমি পশ্চিম-দক্ষিণপশ্চিমে
কক্সবাজার বন্দর থেকে ২৬৫ কিমি পশ্চিমে
মোংলা বন্দর থেকে ১৩০ কিমি দক্ষিণ-পশ্চিমে
পায়রা বন্দর থেকে ১১০ কিমি দক্ষিণ-পশ্চিমে
সমুদ্র উত্তাল, ৩ নম্বর সতর্ক সংকেত

বিজ্ঞাপন

নিম্নচাপ কেন্দ্রের আশেপাশে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৪০ কিমি পর্যন্ত, যা দমকা হাওয়ার আকারে ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অমাবস্যা এবং নিম্নচাপের প্রভাবে নিম্নবর্তী উপকূলীয় জেলা ও চরাঞ্চলগুলোতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ১ থেকে ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ঝুঁকিপূর্ণ জেলাগুলো হলো: সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার।

উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাগরে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। উপকূলবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে প্রস্তুত থাকতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছে।

সারাবাংলা/এফএন/এনজে

উপকূল জলোচ্ছ্বাস নিম্নচাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর