কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে মো. আল-মামুন (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
নিহত মামুন কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মোশাররফ হোসেন ওরফে মুকবুল মেম্বারের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, মাদক, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে দাউদকান্দি, তিতাসসহ একাধিক থানায় ২৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে রক্তাক্ত অবস্থায় মামুনের মরদেহ উদ্ধার করে। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।’
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মামুন ওই রাতে কক্সবাজারগামী একটি বাসে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য উঠেছিলেন। বাসটি গৌরীপুর বাসস্ট্যান্ডে থামলে তিনি পানি কিনতে নিচে নামেন। এ সময় ৩-৪ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের দাবি, গৌরীপুর ও আসেপাশের এলাকায় মাদক ব্যবসা ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল অন্য একটি গ্রুপের সাথে। এই বিরোধ থেকেই আল-মামুনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে।
উল্লেখ্য, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাতে যৌথ চেকপোস্টে ইয়াবা ও চোলাই মদসহ গ্রেফতার হয়েছিলেন আল-মামুন।