Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্যারিসে আঞ্জুমানে আল ইসলাহ ফ্রান্স শাখার উদ্যোগে খানকা ও জিকির মাহফিল

নজমুল হক, ফ্রান্স
২৬ জুলাই ২০২৫ ০৯:২৭

প্যারিসের বাংলাদেশ অভার ভিলা কমিউনিটি মাদরাসায় আঞ্জুমানে আল ইসলাহ ফ্রান্স শাখার উদ্যোগে খানকা ও জিকির মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) স্থানীয় সময় রাত ৮টায় শুরু হওয়া এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে নসিহত প্রদান করেন যুক্তরাজ্যের প্রখ্যাত আলেম ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব শাহ সুফি হযরত মাওলানা আব্দুল মুনতাকিম সাহেব (লন্ডন)।

মাহফিলে সভাপতিত্ব করেন আঞ্জুমানে আল ইসলাহ ফ্রান্স শাখার সভাপতি মাওলানা মাসুক আহমদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কাজী মুহিত রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় মসজিদের খতিব মাওলানা জিল্লুর রহমান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রান্স আল ইসলাহ শাখার উপদেষ্টা কারী মিজা শফিকুর রহমান, ওভারভিলা জামে মসজিদের খাদেম চৌধুরী সালেহ আহমদ, মাওলানা সিদ্দিকুর রহমান, হাফিজ জিল্লুর রহমানসহ প্যারিসের বিভিন্ন স্থান থেকে আগত আলেম ও কমিউনিটির বিভিন্ন স্তরের নেতারাসহ ফ্রান্স আঞ্জুমানে আল ইসলাহ বিভিন্ন শাখার নেতারাসহ ফ্রান্স প্রবাসী বিপুলসংখ্যক বাংলাদেশি মুসলিম।

বিজ্ঞাপন

বক্তারা আঞ্জুমানে আল ইসলাহর প্রতিষ্ঠালগ্ন থেকে চলমান দাওয়াতি ও আধ্যাত্মিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে প্রবাসে ইসলামের সঠিক দিকনির্দেশনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। মাহফিল শেষে দেশ, জাতি ও বিশ্ব শান্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

সারাবাংলা/এনজে

আঞ্জুমানে আল ইসলাহ জিকির মাহফিল ফ্রান্স শাখা