ঢাকা: স্মরণ, শ্রদ্ধা ও সংলাপ- এই মূলমন্ত্রকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’-র আজ ২৬তম দিন পালিত হচ্ছে। এদিন মৌলভীবাজার জেলায় অনুষ্ঠিত পদযাত্রা ও পথসভায় অংশ নিবেন স্থানীয় নাগরিক সমাজ, শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মীরা।
সকাল ১০টা ৩০ মিনিটে মৌলভীবাজার শহরের বেরীরপার পয়েন্ট থেকে পদযাত্রা শুরু হয়ে কুসুমবাগ হয়ে আবার বেরীরপারে এসে শেষ হবে। এরপর সকাল ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে পথসভা, যেখানে বক্তারা গণতন্ত্র, মানবাধিকার ও অংশগ্রহণমূলক শাসনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরবেন।
পরে দুপুর ১টায় শ্রীমঙ্গলের শালিক রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজ শেষে কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এনসিপি প্রতিনিধি দল। কিশোরগঞ্জের অনুষ্ঠানের সূচি পরে জানানো হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
এনসিপির যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন ২৬ জুলাই গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানান। তিনি বলেন, ‘২০২৪ সালের জুলাই মাসে ছাত্র ও জনতার নেতৃত্বে সংঘটিত ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানে দেশের রাজনৈতিক ইতিহাসে জবাবদিহি ও মানবাধিকারের নতুন অধ্যায় সূচনা করে। সেই আন্দোলনের চেতনা ও মূল্যবোধকে বুকে ধারণ করে আমরা এ বছর মাসব্যাপী এই পদযাত্রার আয়োজন করেছি।’
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র ও জনতার নেতৃত্বে সংঘটিত গণআন্দোলন বাংলাদেশে রাজনৈতিক জবাবদিহি, মানবাধিকার ও অংশগ্রহণমূলক শাসনের নতুন অধ্যায় সূচনা করে। জুলাই অভ্যুত্থান নামে পরিচিত সেই আন্দোলনের মূল্যবোধ ও আদর্শকে সামনে রেখে এনসিপি এ বছর আয়োজন করেছে মাসব্যাপী পদযাত্রার।
এই কর্মসূচি শুরু হয় ১ জুলাই শহিদ ছাত্রনেতা আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এবং চলবে ৩০ জুলাই পর্যন্ত। সারাদেশজুড়ে প্রতিদিনের পদযাত্রা ও পথসভায় অংশ নিচ্ছেন সাধারণ মানুষ, নাগরিক সমাজ, বুদ্ধিজীবী ও রাজনৈতিক কর্মীরা।