Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যালামনাই অ্যাসোসিয়েশন সাধারণ শিক্ষার্থীদের পাশে সব সময় আছে: দুদু

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৫ ১১:০৪ | আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১১:১২

শামসুজ্জামান দুদু।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের গেস্ট রুম ও অডিটোরিয়ামের জন্য সোফা উপহার দেওয়ার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) এই আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের প্রতি সংগঠনের দায়িত্বশীলতা পুনর্ব্যক্ত করেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, “অ্যালামনাই বিশ্ববিদ্যালয়েরই একটি অংশ। দায়িত্ব নেওয়ার পর খুব বেশি কিছু করতে পারিনি বলেই মনে করি না। তবে আমরা চেষ্টা করছি, বিশেষ করে অসচ্ছল ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তির মাধ্যমে সহায়তা করার উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে প্রায় এক হাজার ৩০০টি আবেদন পেয়েছি। যদিও সবাই যোগ্য, আমাদের সক্ষমতা সীমিত। তাই সাক্ষাৎকারের মাধ্যমে যাচাই করে সহায়তা দেওয়া হচ্ছে।”

বিজ্ঞাপন

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বলব— যত বাধাই আসুক, লড়াই চালিয়ে যেতে হবে। হতাশ হওয়া যাবে না। কঠোর পরিশ্রম করলে সফলতা অবশ্যই আসবে।”

ছাত্রদলের সাবেক এই সভাপতি জানান, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের সঙ্গে তারা যোগাযোগ করছেন এবং অনেকেই পাশে থাকার আগ্রহ প্রকাশ করেছেন। হল কর্তৃপক্ষের পাশাপাশি অ্যালামনাই অ্যাসোসিয়েশনও শিক্ষার্থীদের সহায়তায় প্রস্তুত রয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যসচিব আব্দুল বারী ড্যানি, শামসুন্নাহার হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি, সদস্য মাইকেল, তাইফুল, বায়েজিদ ও শিল্পী দত্ত প্রমুখ।

সারাবাংলা/এফএন/ইআ

শামসুজ্জামান দুদু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর