Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীতে ট্রেন থেকে ছোড়া ঢিলে যুবক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৫ ১১:৪৭ | আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১২:১০

আহত যুবক হৃদয় রায়।

নীলফামারী: নীলফামারীর ডোমারে ট্রেন থেকে ছোড়া ঢিলের আঘাতে হৃদয় রায় (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৫ জুলাই) রাত ১০টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের অজ্ঞাত এক যাত্রীর ছোড়া ঢিলে এ ঘটনা ঘটে।

আহত হৃদয় রায় ডোমার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি ঘুন্টিপাড়া এলাকার মানিক রায়ের ছেলে। পেশায় তিনি একজন ভ্যানচালক।

প্রত্যক্ষদর্শী রামপ্রসাদ নামে এক যুবক জানান, ‘রাতে ট্রেনটি যাওয়ার সময় ভেতর থেকে কেউ একটি শক্ত কিছু ছুড়ে মারে। এরপরই হৃদয় মাটিতে লুটিয়ে পড়ে। গিয়ে দেখি তার বাম চোখের নিচে প্রচণ্ড আঘাত লেগেছে এবং রক্ত বের হচ্ছে।’

বিজ্ঞাপন

তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে ডোমার রেলস্টেশন মাস্টার রবিউল ইসলাম বাবু বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। স্টেশন চত্বরের বাইরের ঘটনা হওয়ায় এটি সরাসরি আমাদের নিয়ন্ত্রণে নয়। তবে আমি বিষয়টি সংশ্লিষ্ট বিভাগকে জানাবো।’

এদিকে সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ-উন-নবী বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এনজে

আহত ট্রেন ঢিল ছোড়া যুবক

বিজ্ঞাপন

গুগলের নতুন স্মার্টওয়াচ!
২৬ জুলাই ২০২৫ ২০:০৯

আরো

সম্পর্কিত খবর