Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা বাতিলের ইঙ্গিত ট্রাম্প-নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুলাই ২০২৫ ১৩:১৯ | আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১৩:২৩

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। ফাইল ছবি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার যুদ্ধবিরতি নিয়ে হামাসের সঙ্গে চলমান আলোচনা থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।

শুক্রবার (২৫ জুলাই) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসের সঙ্গে গাজা যুদ্ধবিরতির বিষয়ে আলোচনাটি শেষ পর্যন্ত হয়নি। সংবাদমাধ্যম রয়টার্সের বরাতে এ তথ্য জানা গেছে।

উভয় নেতাই বলেছেন, এটা এখন স্পষ্ট যে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস কোনো সমঝোতায় আসতে চায় না।

নেতানিয়াহু জানান, ইসরায়েল এখন যুদ্ধবিরতির বিকল্প কৌশল বিবেচনা করছে, যার লক্ষ্য দুইটি- গাজা থেকে জিম্মিদের মুক্ত করা এবং সেখানে হামাসের শাসনের অবসান ঘটানো।

বিজ্ঞাপন

অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘হামাস আসলে কোনো চুক্তি করতে চায়নি, আমার মনে হয় তারা মরতেই চায়। হামাস নেতাদের এখন শিকার করা হবে।’

মার্কিন দূত স্টিভ উইটকফ এক বিবৃতিতে বলেন, হামাস আলোচনা ব্যাহত করেছে। কাতার ও মিসরের মধ্যস্থতায় চলা এই আলোচনাগুলোর অগ্রগতি থেমে গেছে হামাসের কারণে।

নেতানিয়াহুও উইটকফের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলেন, চুক্তি বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে হামাস।

তবে হামাস উইটকফের এই মন্তব্য প্রত্যাখ্যান করে জানায়, আলোচনায় অগ্রগতি হচ্ছিল এবং মার্কিন কর্মকর্তার বক্তব্য ইসরায়েলের পক্ষ থেকে চাপ প্রয়োগের কৌশল হিসেবে ব্যবহৃত হয়েছে।

প্রসঙ্গত, প্রস্তাবিত যুদ্ধবিরতি ৬০ দিনের জন্য কার্যকর হওয়ার কথা ছিল। এই সময়ে গাজায় অতিরিক্ত মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হতো এবং হামাসের হাতে আটক থাকা প্রায় ৫০ জন জিম্মির মধ্যে কয়েকজনকে মুক্তি দেওয়া হতো বিনিময়ে ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দিদের মুক্তির মাধ্যমে।

সারাবাংলা/এনজে

ট্রাম্প-নেতানিয়াহু যুদ্ধবিরতি আলোচনা হামাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর