Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস বয়কট, শিক্ষক-শিক্ষার্থীদের কালো ব্যাজ ধারণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৫ ১৩:২৬ | আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১৩:৩১

সিরাজগঞ্জ: স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে ২০২৫ সালের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কট করে কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা।

শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় অ্যাকাডেমিক ভবন-৩ এর সামনে সড়কের দুই পাশে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করেন। এ সময় তারা “আমার ক্যাম্পাস আমার ঘর, থাকব না আর যাযাবর”, “অন্যের ক্যাম্পাস সজ্জিত, আমরা কেনো বঞ্চিত”, “ক্যাম্পাস নিয়ে প্রহসন, মানিনা মানবনা” এসব স্লোগানে উত্তাল হয়ে ওঠেন।

এর আগে, ২৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ও রেজিস্ট্রারের (অতিরিক্ত দায়িত্ব) দায়িত্বে থাকা প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। ২৭, ২৮ ও ২৯ জুলাই যথাক্রমে বাংলা, অর্থনীতি ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে নির্ধারিত লিখিত ও মৌখিক পরীক্ষা আপাতত হচ্ছে না।

বিজ্ঞাপন

এ ছাড়া গত ২৪ জুলাই একই দাবিতে সংবাদ সম্মেলন করেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। তারা আগেই এই দিবস বয়কটসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া কষ্টসাধ্য ব্যাপার, তাই তা স্থগিত করা হয়েছে।’

প্রসঙ্গত, গত ১৬ জুন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করে বলেন, স্থায়ী ক্যাম্পাসের দাবি যৌক্তিক, হতাশার কিছু নেই, তবে দীর্ঘ সময় ধরে চেষ্টা না করলে এদেশে কিছু হয় না।

সারাবাংলা/ইআ

কালো ব্যাজ ধারণ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর