Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসায় চীনা চিকিৎসকের পূর্ণ সহায়তার আশ্বাস

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৫ ১৪:১১

দগ্ধদের চিকিৎসায় সাহায্য করছেন চীনা চিকিৎসকরা।

ঢাকা: রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় বাংলাদেশের প্রতি পূর্ণ সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে চীনা চিকিৎসক দল।

শনিবার (২৬ জুলাই) বাংলাদেশের চীনা দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

চীনা দূতাবাসের এক কুটনৈতিক জানান, বাংলাদেশে সফররত উহান থার্ড হাসপাতালের চীনা চিকিৎসক দল বাংলাদেশ ইনস্টিটিউট অফ বার্নস অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে তাদের কাজ অব্যাহত রেখেছে।

তিনি আরও জানান, চিকিৎসক ও নার্সরা ক্ষত সংক্রমণ প্রতিরোধ এবং আহতদের নিয়মিত যত্নের পদ্ধতি সম্পর্কে বাংলাদেশি চিকিৎসকদের পরামর্শ প্রদান করেছেন, রোগীদের অবস্থা পরীক্ষা করেছেন, ক্ষত পরিষ্কার এবং ড্রেসিং পরিবর্তনে সাহায্য করেছেন এবং অস্ত্রোপচারের জন্য নির্দেশনা প্রদান করেছেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, চিকিৎসক দলটি সিঙ্গাপুর ও ভারতের চিকিৎসক দলগুলির সঙ্গে পরামর্শ করেছে। চীনা পক্ষ জোর দিয়ে বলেছে যে তারা আহতদের চিকিৎসায় বাংলাদেশি পক্ষকে সমর্থন ও সহায়তা করার জন্য যা কিছু করতে পারে তা করতে ইচ্ছুক।

উল্লেখ্য, এর আগে বুধবার বিমান (২৩ জুলাই) দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা দিতে ভারত ও সিঙ্গাপুর থেকেও বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকায় পৌঁছায়।

সারাবাংলা/একে/এনজে

আহত চিকিৎসা চীনা চিকিৎসক সহায়তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর