ঢাকা: আজ (২৬ জুলাই) দেশের ১০টি জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সন্ধ্যা ৬টা পর্যন্ত এই পূর্বাভাস বলবৎ থাকবে।
আবহাওয়াবিদ ড. ওমর ফারুকের সই করা এক সতর্কবার্তায় জানানো হয়, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে এই ঝড় বয়ে যেতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে বাতাসের গতি থাকবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার।
এ পরিস্থিতিতে উল্লিখিত জেলার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি বজ্রবৃষ্টি ও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
একইসঙ্গে সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় ৪৪ থেকে ৮৮ মি.মি. পর্যন্ত ভারী এবং ১৮৮ মি.মি. পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদফতর নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।