ঢাকা: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বড় মিথ্যাবাদী ও অভিনেতা বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
শনিবার (২৬ জুলাই) তিনি তার নিজের ফেসবুকে গত জুলাই অভ্যুত্থানে মেট্রো হামলায় শেখ হাসিনার দুঃখ প্রকাশের ভিডিও শেয়ার করে এ কথা বলেন তিনি। ওই ভিডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়—”চারদিকে দাউ দাউ করে আগুন জ্বলছিল, হেলিকপ্টার দিয়ে পানি ছিটানো হচ্ছিল।”
এই বক্তব্যকে ‘অভিনয়’ ও ‘মিথ্যাচার’ আখ্যা দিয়ে কড়া ভাষায় সমালোচনা করেছেন চলচ্চিত্র নির্মাতা ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সালোয়ার ফারুকী।
তিনি লেখেন- “You will never find a bigger liar than her, bigger actor than her! If you have any doubts, check the metro rail visit and hospital tour videos of July! Unbelievable!”
অর্থাৎ, “তার চেয়ে বড় মিথ্যাবাদী, তার চেয়ে বড় অভিনেত্রী আপনি আর খুঁজে পাবেন না! যদি আপনার সন্দেহ থাকে, জুলাই মাসে মেট্রোরেল পরিদর্শন আর হাসপাতাল সফরের ভিডিওগুলো দেখে নিন!— অবিশ্বাস্য!”
মোস্তফা সারওয়ার ফারুকীর পোস্ট করা ভিডিওতে দেখা যায়, সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ভবনের পাশ দিয়ে উড়ছে এবং সেখানে কোনো আগুন বা পানি ছিটানোর দৃশ্য অনুপস্থিত। এই ভিন্নতা নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
উল্লেখ্য, ভিডিওটি শেয়ার করেছে July Revolutionary Alliance (JRA) নামক একটি ফেসবুক পেজ, যারা জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণ এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নিয়মিত পোস্ট করে থাকে।
ভিডিওটি ইতোমধ্যে ৫৪ হাজারেরও বেশি মানুষ দেখেছেন, শেয়ার হয়েছে ৬০টিরও বেশি বার এবং মন্তব্যের ঘরে সমালোচনার ঝড় বইছে। সমর্থকরা এটিকে “এক্সপোজিং দ্য ট্রুথ” হিসেবে দেখছেন, অন্যদিকে অনেকে বলছেন এটি রাজনীতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচার।