Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হলিক্রস কলেজে একাদশে ভর্তির আবেদন শুরু ৩০ জুলাই

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৫ ১৫:০০ | আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১৫:০৪

হলিক্রস কলেজ। ছবি: সংগৃহীত

ঢাকা: ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হলি ক্রস কলেজে। ৩০ জুলাই থেকে ৩ আগস্ট রাত ১২ টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। কলেজের নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি নেয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে।

শনিবার (২৬ জুলাই) হলিক্রস কলেজের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার বিজ্ঞান বিভাগে আসন রয়েছে ৭৮০টি, মানবিক শাখায় আসন আছে ২৬০টি এবং ব্যবসায় শিক্ষায় রয়েছে ২৭০টি আসনে শিক্ষার্থীরা শূন্য আসনের বিপরীতে আবেদন করতে পারবেন।

অনলাইনে ভর্তি আবেদনের পর আগামী ৮ আগস্ট (শুক্রবার) বিজ্ঞান বিভাগের এবং ৯ আগস্ট (শনিবার) মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞান বিভাগ থেকে বাংলা, ইংরেজি, পদার্থ বিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ও জীববিজ্ঞান বিষয়ে ভর্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। মানবিকে বাংলা, ইংরেজি, সাধরণ গণিত, ভূগোল, পৌরনীতি, অর্থনীতি, ইতিহাস ও সাধারণ জ্ঞান এবং ব্যবসায় শিক্ষা শাখায় বাংলা, ইংরেজি, সাধরণ গণিত, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসায় উদ্যোগ ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষা এসএসসি ২০২৫ সালের সিলেবাসে অনুষ্ঠিত হবে বলে ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এতে আরও জানানো হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার ভিত্তিতে চূড়ান্ত ভর্তির জন্য মনোনীত করা হবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য হলিক্রস কলেজের নিজস্ব ওয়েবসাইট (www.hcc.edu.bd) থেকে বিস্তারিত জানা যাবে।

ভর্তি আবেদন যোগ্যতা- বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ থাকতে হবে। মানবিক বিভাগে জিপিএ ৩ থেকে ৫ থাকতে হবে। ব্যবসায় শিক্ষা বিভাগে ৪ থেকে ৫ থাকতে হবে।

এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং লিখিত পরীক্ষার (সিলেকশন টেস্ট) ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, বছরের পর বছর ধরে একাডেমিক সাফল্যে এগিয়ে থাকা হলি ক্রস কলেজ ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের প্রথম পছন্দের একটি প্রতিষ্ঠান। ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় হলি ক্রস কলেজ থেকে মোট ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১ হাজার ৩০৭ জন উত্তীর্ণ হন। জিপিএ–৫ পেয়েছেন ১ হাজার ১৯ জন। পাসের হার ৯৯ দশমিক ৯৫ শতাংশ।

সারাবাংলা/এনএল/এসডব্লিউ

ভর্তি হলিক্রস কলেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর