Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাণিজ্য চুক্তি সম্পাদনে বাংলাদেশের প্রস্তাবে সম্মত ব্রাজিল

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৫ ১৫:১৩

ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল গালিপোলো ও ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো তৌহিদুল ইসলাম – (ছবি : সংগৃহীত)

ঢাকা: দ্বি-পাক্ষিক বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে বাংলাদেশের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি সম্পাদনে সম্মত হয়েছেন ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল গালিপোলো।

ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো তৌহিদুল ইসলাম এর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশের প্রস্তাবের প্রেক্ষিতে প্রাথমিকভাবে এ সম্মতি দেন তিনি।

শনিবার (২৬ জুলাই) ব্রাজিলের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বাংলাদেশ দূতাবাস জানায়, সাম্প্রতিক বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে বিশেষত যুক্তরাষ্ট্র বাংলাদেশ ও ব্রাজিল উভয় দেশের উপর যে উচ্চ শুল্ক আরোপ করতে চলেছে, এ প্রেক্ষাপটে একটি দ্বি-পাক্ষিক বাণিজ্য সমঝোতার প্রয়োজনীতার বিষয়টি বাংলাদেশের রাষ্ট্রদূত বৈঠকে বিস্তারিতভাবে তুলে ধরেন। একই সঙ্গে উভয় দেশের পারস্পারিক আরোপিত ট্যারিফ কমিয়ে আনা, এলসি খোলার সমস্যা সমাধানসহ দ্বি-পাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য সম্ভাব্য একটি বাণিজ্য চুক্তির রূপরেখা প্রণয়নে একটি ধারণাপত্রও উপস্থাপন করেন তিনি।

বিজ্ঞাপন

বাংলাদেশের এ প্রস্তাবের প্রেক্ষিতে ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল গালিপোলো ব্রাজিলের পক্ষ থেকে শিগগিরই বাংলাদেশকে একটি বাণিজ্য চুক্তির সমঝোতা স্মারকের খসড়া পাঠাবেন বলে বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়। খসড়ায় সন্নিবিষ্ট তথ্যের পাশাপাশি প্রদেয় অন্যান্য বিষয়াবলীও অর্ন্তভুক্ত থাকবে।

সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছর শেষে ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ-ব্রাজিল বাৎসরিক দ্বি-পাক্ষিক বৈঠকে এ সংক্রান্ত সমঝোতা স্মারক কিংবা চুক্তি সই হতে পারে বলে আশা প্রকাশ করেছে ব্রাজিলের বাংলাদেশ দূতাবাস।

প্রসঙ্গত: বর্তমান বছরে বাংলাদেশ-ব্রাজিল দ্বি-পাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৪০০ কোটি ডলারের বেশি।

সারাবাংলা/একে/আরএস

দ্বি-পাক্ষিক বাণিজ্য চুক্তি বাংলাদেশ-ব্রাজিল ব্রাজিলের বাংলাদেশ দূতাবাস