Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত, কিশোর আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৫ ১৫:৪৪

প্রতীকী ছবি

রাজবাড়ী: রাজবাড়ীর পাংশায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু সাদ (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আজিম (১৫) নামের এক কিশোর আহত হয়েছে।

শনিবার (২৬শে জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার মৌরাট ইউনিয়নের পূর্ববাগদুলী এলাকার কাশেম মহাজনের ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু সাদ (৩০) কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের আশুরহাট গ্রামের শহিদ বিশ্বাস ছেলে।

আহত আজিম পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের পূর্ববাগদুলী গ্রামের মো. আকুব্বরের ছেলে। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবু সাদ মোটরসাইকেল চালিয়ে পাংশার দিকে যাচ্ছিল এসময় বিপরীত দিক থেকে কিশোর আজিম মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। এতে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

নিহত আবু সাদের ভাই আবু তালহা জানান, পাংশা থেকে ফরিদপুর নেওয়ার পথেই তার ভাই মারা যায়। তবুও আমরা রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সকালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এসআর

নিহত পাংশা রাজবাড়ী সংঘর্ষ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর