Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাইলস্টোন ট্রাজেডি: শহিদ আফনান ফাইয়াজের বাসায় রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৫ ১৫:১৮ | আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১৫:২৭

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঢাকা: রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শহিদ আফনান ফাইয়াজের পল্লবীর বাসায় গিয়েছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৬ জুলাই) সকালে তিনি আফনান ফাইয়াজের বাসায় যান। শহিদ আফনান ফাইয়াজের পিতা আব্দুস সামাদ রিজভীকে কাছে পেয়ে আবেগআপ্লুত পড়েন।

এ সময় রিজভী বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাইলস্টোনের ঘটনার পর থেকেই সার্বক্ষণিক আপনাদের খোঁজ রাখছেন। আপনাদের ক্ষতির সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না। আমরা শুধুমাত্র আপনাদের পাশে থাকার জন্য এসেছি। আফনান ফাইয়াজ অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। আল্লাহতালা মেধাবী ফাইয়াজকে বেহেশত নসিব করুন।’’

বিজ্ঞাপন

এ সময় রিজভীর সঙ্গে ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদল সহ সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, ছাত্রদল নেতা ডা. সাব্বির প্রমুখ।

সারাবাংলা/এজেড/ইআ

মাইলস্টোন ট্রাজেডি রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর