Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষে নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৫ ১৫:২০ | আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১৫:২৫

প্রতীকী ছবি: সারাবাংলা

লালমনিরহাট: জেলার আদিতমারী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেড়ে দুই পক্ষের সংঘর্ষে আছিয়া বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলার দুর্গাপুরের উত্তর গোবধা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই এলাকার নিহত আছিয়া বেগমের সঙ্গে ভাতিজা রেজাউলের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। সকালে জমি চাষ করতে গিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় সংঘর্ষে আছিয়া বেগম মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে দ্রুত আদিতমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আকবর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

জমি নিয়ে সংঘর্ষ নারী নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর