Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফজলুল হক বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা সদস্য হনুফা বেগম আর নেই

সারাবাংলা ডেস্ক
২৬ জুলাই ২০২৫ ১৭:০৩ | আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১৮:৪৯

হনুফা বেগম।

ঢাকা: ফজলুল হক বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও শিক্ষানুরাগী প্রয়াত ফজলুল হকের সহধর্মিণী হনুফা বেগম (৭০) মারা গেছেন। তিনি এ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য। তিনি দুই মেয়ে, এক ছেলে, নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।

হনুফা বেগমের ছেলে নাজমুল হক বলেন, বার্ধক্যজনিত কারণে বেশ কদিন ধরেই মা চলাফেরা করতে পারছিলেন না। সম্প্রতি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। এরপর উত্তরার মহিলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান।

ওই দিন আশকোনা বাজার জামে মসজিদে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ এশা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাব গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

বিজ্ঞাপন

১৯৯০ সালে হজ্জ্বক্যাম্প সংলগ্ন আশকোনা এলাকায় ফজলুল হক ও তাঁর সহধর্মিণী হনুফা বেগম ফজলুল হক বিদ্যানিকেতন গড়ে তোলেন।

সারাবাংলা/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর