Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় মসজিদ নির্মাণ নিয়ে সংঘর্ষে যুবক নিহত, ২০টি বাড়িতে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৫ ১৭:৫৬ | আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১৮:১২

পাবনা: পাবনার বেড়া উপজেলায় মসজিদের বারান্দা নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে হাফিজুর রহমান হাফিজ (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়।

শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার চাকলা ইউনিয়নে তারাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়ে আজ শনিবার (২৬ জুলাই) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় হাফিজুরের মৃত্যু হয়। মৃত্যুর খবরে উত্তেজিত জনতা প্রায় ২০টি বাড়িতে অগ্নিসংযোগ করে।

নিহত হাফিজুর (৪৫) চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামের শুকুর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তারাপুর গ্রামে ‘পুরোনো মসজিদ’ ও ‘নতুন মসজিদ’ নিয়ে আগে থেকেই বিরোধ চলছিল। কয়েক বছর আগে মিলাদের কিয়াম পড়া নিয়ে দ্বন্দ্বের জেরে কিয়ামের পক্ষে অবস্থান নিয়ে সাবেক ক্যাশিয়ার মতিন নতুন মসজিদ গড়ে তোলেন। গতকাল শুক্রবার সকালে নতুন মসজিদের বারান্দা নির্মাণের কাজ শুরু হলে অপর পক্ষ বাঁধা দেয়। একপর্যায়ে উভয়পক্ষ হাঁসুয়া, ট্যাটা ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

পাবনা বেড়া থানার তদন্ত অফিসার ওলিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

সারাবাংলা/এসএস

নির্মাণ পাবনা বারান্দা মসজিদ সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর