ঢাকা: রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত অভিভাবক রজনী ইসলামের বাসায় গিয়েছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল।
শনিবার (২৬ জুলাই) দুপুরে তিনি রজনী ইসলামের উত্তরার রূপায়ণ সিটির বাসায় যান। এ সময় নিহত রজনী ইসলামের স্বামী জহুরুল ইসলাম, মেয়ে ঝুমঝুম (পঞ্চম শ্রেণি), ছেলে রুহান (ষষ্ঠ শ্রেণি) ও পরিবারের সদস্যদেরকে সমবেদনা জানান এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
হাবীব উন নবী খান সোহেলের সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, নজরুল ইসলাম নোমান, কোকো স্মৃতি ফুটবলের পরিচালনা পরিষদ সদস্য রাশেদ উল হক সরকার, স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মহিরুল ইসলাম টিপু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য রাফিদ সরকার, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সোহাগ মাহমুদ এবং যুব নেতা তানভীর আহমেদ।
উল্লেখ্য, গত ২১ জুলাই বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। এ ঘটনায় এ পর্যন্ত ৩৫ জন নিহত হয়েছেন। আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন দেড় শতাধিক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলটির শীর্ষ নেতারা নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানাচ্ছেন। আহতদের জন্য বিভিন্ন মানবিক সহায়তা দিচ্ছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন।