পটুয়াখালী: পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে গত তিন দিনের টানা বৃষ্টিতে জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে। নিম্নচাপ ও অমাবস্যার জোয়ারের কারণে নদ-নদীর পানির উচ্চতা দুই থেকে তিন ফুট বৃদ্ধি পেয়েছে। প্রতিনিয়ত দুই দফা জোয়ারে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। এদিকে, পায়রা বন্দরসহ দেশের সব সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে।
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখি জানিয়েছেন, উপকূলীয় এলাকা দিয়ে এখনো ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে । তাই পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এছাড়াও, মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।