Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগ নেতার ছেলের বটির কোপে পুলিশের এসআই আহত, বাবা-ছেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৫ ১৭:৩৯

আহত ডিবি পুলিশের এসআই ইসরাফিল

কুষ্টিয়া: কুষ্টিয়ায় হত্যা মামলার আসামিকে ধরতে গিয়ে আওয়ামী লীগ নেতার বটির কোপে ইসরাফিল হোসেন (৪৮) নামে এক ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন। এ ঘটনায় আসামি হারুনুর রশিদ (৫০) ও তার ছেলে প্রণয়কে (২৫) আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ জুলাই) দুপুরে শহরের ছয় রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের একটি হত্যা মামলার আসামি হারুনুর রশিদকে তার থানাপাড়া এলাকার বাড়িতে ধর যায় গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি হারুন ও তার ছেলে প্রণয় এসআই ইসরাফিলকে ধারালো বটি দিয়ে কুপিয়ে আহত করে। এ ঘটনায় পুলিশ হামলাকারী হারুন ও তার ছেলেকে আটক করে।

বিজ্ঞাপন

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন চক্রবর্তী সারাবাংলাকে বলেন, আহত পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এসআর

কুষ্টিয়া পুলিশ আহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর