Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাঝপথে ট্রেনের বগি বিচ্ছিন্ন, চট্টগ্রাম-কক্সবাজার রুট বন্ধ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৫ ১৭:৩৮

চট্টগ্রাম ব্যুরো: ঢাকার উদ্দেশে কক্সবাজার ছেড়ে আসা ট্রেনের একটি বগি মাঝপথে বিচ্ছিন্ন হয়ে রেললাইনে আটকে গেছে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। চট্টগ্রাম রেলস্টেশনে আটকা পড়েছে কক্সবাজারমুখী ‘প্রবাল এক্সপ্রেস’।

শনিবার (২৬) বিকেল সোয়া ৩টার দিকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী রেলস্টেশনের অদূরে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনের গার্ড ব্রেক বগির হুক ভেঙে এ ঘটনা ঘটে।

গোমদণ্ডী রেলওয়ে স্টেশনের পয়েন্টসম্যান রফিকুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে কক্সবাজার থেকে রওনা করে। বিকেল ৩টা ৮ মিনিটের দিকে সেটি গোমদণ্ডী স্টেশন ক্রস করে। এরপর বাহির সিগন্যাল এলাকায় গিয়ে হুক ভেঙ্গে একটি বগি বিচ্ছিন্ন হয়ে থেমে যায়। এর আনুমানিক ১০০ থেকে ১৫০ গজ দূরত্বে গিয়ে মূল ট্রেনটিও থেমে যায়।’

বিজ্ঞাপন

বিকেল পৌনে ৪টার দিকে বিচ্ছিন্ন বগিটি রেখে মূল ট্রেন ঢাকার পথে চট্টগ্রাম রেলস্টেশনের দিকে চলে যায় বলে জানান রফিকুল ইসলাম।

গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ারুল হক জানিয়েছেন, বগি বিচ্ছিন্ন হয়ে পড়ার বিষয়টি নিয়ন্ত্রণ কক্ষে জানানো হয়েছে। ইঞ্জিন পাঠিয়ে দ্রুততম সময়ের মধ্যে বগিটি নিয়ে যাওয়া হবে। এরপর চট্টগ্রাম-কক্সবাজার রুটে আবারও ট্রেন চলাচল শুরু হবে।

রেল কর্মকর্তারা জানিয়েছেন, বিকেল ৩টা ১০ মিনিটে প্রবাল এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবার কথা ছিল। এ ছাড়া দোহাজারিতে বিদ্যুৎকেন্দ্রের জন্য ফার্নেস অয়েল নিয়ে একটি ট্রেনও যাবার কথা ছিল। উভয় ট্রেন আটকে গেছে। একইসঙ্গে চট্টগ্রাম-দোহাজারি রুটের ট্রেনও নির্ধারিত সময়ে ছাড়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সারাবাংলা/আরডি/ইআ

চট্টগ্রাম-কক্সবাজার রুট বগি বিচ্ছিন্ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর