Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিভিন্ন দলের শীর্ষ ১৪ রাজনীতিকের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৫ ১৭:৫১ | আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১৮:০১

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের ১৪ জন শীর্ষ রাজনীতিবিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ঢাকা: বিভিন্ন রাজনৈতিক দলের ১৪ জন শীর্ষ রাজনীতিবিদের সঙ্গে মতবিনিময় করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২৬ জুলাই) বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন দল ও জোটের এসব নেতাদের সঙ্গে বিনিময় অনুষ্ঠান চলছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত আছেন, আমিনুল হক টিপু বিশ্বাস, জাতীয় গণফ্রন্ট, মোস্তফা জামাল হায়দার, ১২ দলীয় জোট, মাওলানা আব্দুল মাজেদ আতহারী, নেজামে ইসলাম পার্টি, মাওলানা ইউসুফ আশরাফ, বাংলাদেশ খেলাফত মজলিস, ফরিদুজ্জামান ফরহাদ, চেয়ারম্যান, এনপিপি, সৈয়দ এহসানুল হুদা, চেয়ারম্যান, জাতীয় দল, ড. মুশতাক হোসেন, বাংলাদেশ জাসদ, ববি হাজ্জাজ, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট, শামীম হায়দার, মহাসচিব, জাকের পার্টি, মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, মহাসচিব, ইসলামী ঐক্যজোট, রফিকুল ইসলাম বাবলু, চেয়ারম্যান, ভাসানী জনশক্তি পার্টি, ডা: মোস্তাফিজুর রহমান ইরান, চেয়ারম্যান, বাংলাদেশ লেবার পার্টি, মাসুদ রানা, সমন্বয়ক, বাসদ- মার্কসবাদী, মন্জুরুল ইসলাম আফেন্দী, জমিয়তে উলামায়ে ইসলাম।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/ইআ

প্রধান উপদেষ্টা মতবিনিময় সভা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর