চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ভিডিও ধারণের সময় ১২ জনকে গ্রেফতার করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (২৬ জুলাই) বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে হাজিরের পর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতার ১২ জন হলেন- ইয়াছিন আরাফাত, আবদুল করিম, আবু হাছনাইন, সাইফুল ইসলাম, আবদুর রহমান, আরাফাত হোসেন, আশরাফুল জামাল, ফোরকান, মো. ইকবাল, আশিকুল ইসলাম, শরীফুল ইসলাম ও আকিফুল ইসলাম আকিব। তাদের বয়স ১৮-১৯ বছর বলে পুলিশের দেওয়া তথ্যে উল্লেখ আছে।
এর আগে, শুক্রবার সন্ধ্যায় কর্ণফুলী উপজেলার খোয়াজনগর থেকে এই ১২ জনকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, সদ্য কৈশোর পার করা ১২ তরুণ পরস্পর বন্ধু ও একই এলাকার বাসিন্দা। তাদের কয়েকটি ফেসবুক পেইজ আছে। বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে তারা সেগুলো ফেসবুকে আপলোড করেন। শুক্রবার বিকেলে তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মিছিলের আদলে ভিডিও বানাচ্ছিলেন। তবে তারা সেটি ফেসবুক পেইজে আপলোড দিতে পারেননি। এর আগেই খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
জানতে চাইলে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ সারাবাংলাকে বলেন, ‘চলমান ডেভিল হান্ট অভিযানের আওতায় ১২ তরুণকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। আজ (শনিবার) দুপুরে তাদের ওই মামলায় আদালতে হাজিরের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’