Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় দিনমজুরকে গলা কেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৫ ১৮:৫৩ | আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১৮:৫৭

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মনিরুল ইসলাম (৫০) নামে এক দিনমজুরকে গলা কেটে হত্যা করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার মাধবপুর গ্রামে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মনিরুল উপজেলার বালিহুদা গ্রামের মৃত দিদার উদ্দিন মণ্ডলের ছেলে। ঘটনার পর থেকে নিহতের স্ত্রী পাপিয়া খাতুন ও ছেলে রাজু পলাতক রয়েছে।

প্রতিবেশীদের বরাত দিয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, মনিরুল এক মাস আগে উপজেলার বালিহুদা গ্রাম থেকে এসে মাধবপুর গ্রামে জমি কিনে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করছিলেন। শনিবার দুপুরের কোনো এক সময় কে বা কারা মনিরুলকে জবাই করে হত্যা করে। এ সময় তার স্ত্রী পাপিয়া বাড়ীতে ছিলেন না। প্রতিবেশীরা মনিরুলের গলাকাটা মরদেহ ঘরে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

বিজ্ঞাপন

প্রতিবেশীদের বরাতে ওসি আরও জানান, ঘটনার পর রাজু এক প্রতিবেশীকে ফোন করে জানতে চায়, তার বাবা মারা গেছেন কি না। এতে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। পারিবারিক কলহ থেকেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে বলে তিনি জানান।

সারাবাংলা/এসএস

গলা কেটে দিনমজুর হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর