Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভালো প্রতিষ্ঠান নেই, মানুষগুলোর কোনো পরিবর্তন হয়নি: অর্থ উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৫ ১৮:২৯

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ – (ফাইল ছবি : সংগৃহীত )

ঢাকা: অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, দেশে ভালো প্রতিষ্ঠান নেই বললেই চলে। আইনের ব্যত্যয় তো হয়েছেই। প্রক্রিয়াগুলো ধ্বংস করা হয়েছে। আর মানুষগুলো তো রয়েই গেছে। মানুষগুলোর কোনো পরিবর্তন হয়নি। অনেকে বলেন- সব বাদ দিয়ে দাও। কিন্তু সেটা সম্ভব না। এ জন্য মাথায় হাত বুলিয়ে, ধমক দিয়ে কাজ করাতে হচ্ছে।

শনিবার (২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান এর লেখা বই ‘অর্থনীতি, শাসন ও ক্ষমতা : যাপিত জীবনের আলেখ্য’–এর প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, সুশাসন অনেক কঠিন। প্রধানমন্ত্রী, সংসদ সদস্য তাদের ক্ষমতার ‘চেক অ্যান্ড ব্যালেন্স’ নেই। এখানে সংস্কার না হলে যত সংস্কারই করা হোক, কোনো লাভ হবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যেও সংস্কার দরকার।

বিজ্ঞাপন

তিনি বলেন, গত বছরের আগস্টে যখন এ সরকার দায়িত্ব নেয়, তখন দেখা গেছে, এরকম অবস্থা বিশ্বে কোথাও নেই। অর্থনৈতিক বিপর্যয় হয়েছে। ব্যাংক খাতের ৮০ শতাংশ অর্থ নিয়ে গেছে। ব্যাংকের আউটস্ট্যান্ডিং ২০ হাজার কোটি টাকা হলে ১৬ হাজার কোটি টাকা নিয়ে গেছে।

অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফ বলেছে, বাংলাদেশের ব্যাংক খাত পুনর্গঠনে ৩৫ বিলিয়ন ডলার লাগবে। প্রাথমিক হিসাবে বলা হয়েছিল যে, ১৮ বিলিয়ন ডলার লাগবে।

সারাবাংলা/আরএস

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর