Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ ক্যাটাগরিতে মাসিক ভাতা পাবেন জুলাই যোদ্ধারা: ফারুক-ই-আজম

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৫ ১৮:৩৭

চট্টগ্রামে মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক।

চট্টগ্রাম ব্যুরো: সরকার গণঅভ্যুত্থানে আহত ‘জুলাই যোদ্ধাদের’ তিন ক্যাটাগরিতে ভাগ করে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক।

শনিবার (২৬ জুলাই) বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে উপদেষ্টা এ কথা জানান। ‘ওয়ারিয়র্স অব জুলাই, চট্টগ্রাম’ এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, ‘জুলাই যোদ্ধারা গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসের অংশ। বাংলাদেশ আজীবন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এ দেশের সরকার ও জনগণ তাদের ত্যাগের মর্যাদাকে সমুন্নত রেখে সুযোগ সুবিধা নিশ্চিত করবে বলে আমার বিশ্বাস।’

বিজ্ঞাপন

জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের জন্য অন্তর্বর্তী সরকার আলাদা অধিদফতর স্থাপন করেছে জানিয়ে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দশম তলায় অধিদফতরের কার্যালয়। সেখানে ২০ জন অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে অধিদফতর থেকে জুলাই যোদ্ধাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সার্বক্ষণিক কাজ করা হচ্ছে।’

জুলাই যোদ্ধাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘জুলাই অভ্যুত্থানে শহিদদের জুলাই শহিদ এবং আহতদের জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। স্বীকৃতিপ্রাপ্ত জুলাই যোদ্ধারা ক্যাটাগরি অনুযায়ী এককালীন ও মাসিক ভাতা পাবেন। এ-ক্যাটাগরির যোদ্ধারা মাসে ২০ হাজার টাকা, বি-ক্যাটাগরি ১৫ হাজার এবং সি-ক্যাটাগরির যোদ্ধারা ১০ হাজার টাকা করে ভাতা পাবেন। ক্যাটাগরি অনুযায়ী জুলাই যোদ্ধাদের সনদ ও পরিচয়পত্র দেওয়া হচ্ছে।’

মাসিক ভাতার পাশাপাশি জুলাই যোদ্ধারা আজীবন সরকারি হাসপাতালে বিনা খরচে চিকিৎসা পাবেন বলে উপদেষ্টা ফারুক-ই-আজম জানান।

‘ওয়ারিয়র্স অব জুলাই’র আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ আল সাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম, শহিদ ইসমামের ভাই মো. মুহিব এবং আয়োজক সংগঠনের সদস্যসচিব রাকিবুল ইসলাম বক্তব্য দেন।

সারাবাংলা/আরডি/এইচআই

জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধাদের ফারুক-ই-আজম মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর