Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনে প্রশাসক নিয়োগ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৫ ১৮:৫৩ | আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১৯:০২

ঢাকা: বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) এর পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। প্রশাসক হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুস্তাফিজুর রহমান-কে এ এসোসিয়েশনের দায়িত্ব দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (২৪ জুলাই) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়, ফার্টিলাইজার এসোসিয়েশন- এর বর্তমান কমিটি সংগঠনটিতে কেন প্রশাসক নিয়োগ করা হবে না- সে মর্মে কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক কোনো জবাব দিতে পারেনি সংগঠনটি।

ফার্টিলাইজার এসোসিয়েশনের চেয়ারম্যান ও নির্বাহী সচিব এর পরস্পর বিরোধী বৈরী লিখিত বক্তব্য থেকে প্রতীয়মান হয় যে, সংগঠনটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ কারণে দেশে সার উৎপাদনকারী, আমদানিকারক ও ডিলাররা আতঙ্কের মধ্যে আছেন।

বিজ্ঞাপন

এমতাবস্থায় এসোসিয়েশনের কার্যক্রম সঠিকভাবে পরিচালিত করার জন্য বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা মোতাবেক সংগঠনটির পুনর্গঠিত পরিচালনা পর্ষদ বাতিল করে সরকারের অনুমোদনক্রমে প্রশাসক নিয়োগ করা হলো। নিয়োগপ্রাপ্ত প্রশাসক ১২০ (একশত বিশ) দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

সারাবাংলা/আরএস

পরিচালনা পর্ষদ বাতিল প্রশাসক নিয়োগ বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর