ঢাকা: “জুলাইয়ের চেতনায় দেশ গড়তে হবে” এই আহ্বানে লাখো কণ্ঠে শপথ পাঠের মাধ্যমে আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হলো এক অনন্য অনুষ্ঠান। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদের নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানে ঢাকাসহ দেশের ৬৪টি জেলা ও উপজেলায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে লাখো মানুষ একযোগে শপথ নেন।
প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা শারমীন বলেন, “আজ আমরা কেবল একটি সেবা মেলা কিংবা সমাবেশে একত্র হইনি। আজ আমরা এসেছি একটি নতুন দিনের শপথ নিতে—একটি বৈষম্যহীন, শোষণমুক্ত, মানবিক ও মর্যাদার বাংলাদেশের প্রতিশ্রুতি দিতে।”
তিনি বলেন, “জুলাই পুনর্জাগরণ শুধু রাজনৈতিক পালাবদল নয়, এটি মানবিক রাষ্ট্রচরিত্রের নবজাগরণ। আজ থেকে রাষ্ট্র হবে মানুষের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু।”
উপদেষ্টা তার দুই মন্ত্রণালয়ের পক্ষ থেকে অঙ্গীকার করেন, “সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিটি সেবা দুর্বল মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। কাঠামোগত সংস্কারের মাধ্যমে বৈজ্ঞানিক উপায়ে প্রাপ্য ভাতা ও সহায়তা নিশ্চিত করা হচ্ছে।”
নারী ও শিশু সুরক্ষা নিয়ে তিনি বলেন, “এই বাংলায় নারী ও শিশুর প্রতি যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে আমাদের নীতি হবে জিরো টলারেন্স। ১০৯ ও ১০৯৮ হেল্পলাইন হবে সাহসের কণ্ঠস্বর ও সুরক্ষার বর্ম। একটিও চোখের জল রাষ্ট্র সহ্য করবে না।”
তিনি আরও বলেন, “আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি নারী ও শিশু নির্ভয়ে, সম্মানে ও মর্যাদার সঙ্গে বেড়ে উঠবে। অন্যায়, দুর্নীতি, বৈষম্য, নারী-শিশু নির্যাতন ও দারিদ্র্যের অপমান থেকে এই মাতৃভূমিকে মুক্ত করার শপথই হবে আমাদের আগামী দিনের পথচলা।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি। উপস্থিত ছিলেন “জুলাই কন্যা”, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, ইমাম, তরুণ সমাজ এবং সাংবাদিকরা।