Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংলাপের নামে নাটক করছেন প্রধান উপদেষ্টা: কাজী মামুন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৫ ১৯:২৬

জাতীয় পার্টির মহাসচিব কাজী মো. মামুনূর রশিদ।

ঢাকা: জাতীয় পার্টির মহাসচিব কাজী মো. মামুনূর রশিদ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, তিনি রাজনৈতিক দল বলতে কী বুঝেন? তা জনগণের কাছে খোলাভাবে বলার আহ্বান জানিয়েছেন তারা।

শনিবার (২৬ জুলাই) এক বিবৃতিতে তিনি এ প্রশ্ন করেন।

বিবৃতিতে কাজী মামুন বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি প্রধান তিনটি দল, যাদের জনভিত্তি আছে। এসব দল জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। দেশের প্রতিটি প্রান্তরে এদের রয়েছে সুসংগঠিত রাজনৈতিক কর্মী বাহিনী, রয়েছে গৌরবময় রাজনৈতিক কর্মকান্ড। স্বাধীনতা পরবর্তী দেশের উন্নয়নে এই তিনটি দলের ভূমিকা অপরিসীম। বাংলাদেশের রাজনৈতিক সকল মেরুকরণে এই তিনটি দল সর্বাপেক্ষা গুরুত্ব বহন করে। বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কাউকে বাদ দিয়ে কোন ধরনের সংলাপ কিংবা দেশ গঠন, কোনো কিছুই সম্ভব নয়।’

বিজ্ঞাপন

কাজী মামুন বিবৃতিতে আরও বলেন, ‘বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি পরবর্তী রাজনৈতিক দল বিবেচনায় জাসদ, ওয়ার্কার্স পার্টি, সিপিবিসহ অন্যান্য দলগুলো রয়েছে পর্যায়ক্রমে। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে সংলাপের নামে যেসব দলগুলোর সঙ্গে বৈঠক করছেন সেসব অধিকাংশ দলের কোনো রাজনৈতিক ভিত্তি নেই, অনেকে নবাগত। জনভিত্তিহীন দলগুলোর সঙ্গে এ ধরনের সংলাপ সময়ক্ষেপন ছাড়া আর কিছুই নয়। তাই দেশবাসী মনে করে সংলাপের নামে নাটক করছেন প্রধান উপদেষ্টা। ফলশ্রুতিতে এদের সঙ্গে সংলাপ বাংলাদেশের রাজনৈতিক সংকট আরও ঘনীভূত করছে। এ ধরনের সংলাপ জাতিকে কয়েকভাবে বিভক্ত করে তুলেছে। যার ফলে দেশ আজ গৃহযুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে।’

জাপা মহাসচিব বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল দায়িত্ব গ্রহণের পর সকল রাজনৈতিক দলকে একত্রিত করে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ব্যবস্থা করা। কিন্তু তা না করে তারা সংলাপ ও সংস্কারের নামে সময়ক্ষেপণ করেছে। যা দেশকে গভীর সংকটের দিকে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে। আমরা মনে করি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার্থে দেশপ্রেমিক সেনাবাহিনীর সহযোগিতায় অনতিবিলম্বে নির্বাচনকালীন সরকার গঠন করে সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের মাধ্যমে দেশ রক্ষার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। একমাত্র নির্বাচিত গণতান্ত্রিক সরকারের পক্ষেই সম্ভব প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের সামাজিক অর্থনৈতিক উন্নয়ন সাধিত করা।’

সারাবাংলা/ইউজে/এসডব্লিউ

কাজী মো. মামুনূর রশিদ জাতীয় পার্টি ড. মুহাম্মদ ইউনুস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর