Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেনবাগে ৬ হাজর পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৫ ১৯:৩৫

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা ও নগদ ১৩ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।

শনিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার সেবারহাট থেকে তাদের আটক করা হয়েছে।

আটকরা হলেন, উপজেলার কাবিলপুর ইউনিয়নের মমিনুল হকের ছেলে মোতালেব (৪০) ও সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বেলালের ছেলে সাইফুদ্দিন রাকিব (২৫)।

পুলিশ জানায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সেবারহাট বাজারে অভিযান চালায় পুলিশ। এ সময় ৬ হাজার পিস ইয়াবা ও নগদ ১৩ হাজার ৬০০ টাকাসহ দুজনকে আটক হয়।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পুলিশকে জানায়, মোতালেব ও পলাতক বুলেট ফারুক ওরফে মুন্না নামের দুই মাদক ব্যবসায়ী ফেনী থেকে মাদকের একটি চালান নিয়ে সেবারহাট বাজারে আসেন। পরবর্তীতে, তারা অপর মাদক কারবারি রাকিবের কাছে চালানটি হস্তান্তর করার সময় তারা ধরা পড়েন।

বিজ্ঞাপন

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এসআর

আটক ইয়াবা নোয়াখালী মাদক কারবারি সেনবাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর