ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচেস্তান প্রদেশের একটি আদালত ভবনে হামলায় অন্তত পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া আরও ১৩ জন আহত হয়েছেন। বেলুচ সশস্ত্র গোষ্ঠী জাইশ আল-আদল এই হামলার দায় স্বীকার করেছে।
শনিবার (২৬ জুলাই) মধ্যপ্রাচ্যের গণমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সিস্তান-বালুচেস্তান প্রদেশের জাহেদান শহরে বন্দুকধারীরা আদালত ভবনে একটি গ্রেনেড নিক্ষেপ করলে এই হতাহতের ঘটনা ঘটে। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা-কে এই তথ্য নিশ্চিত করেছেন।
ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-এর আঞ্চলিক সদর দফতরকে বরাত দিয়ে ইরনা জানিয়েছে, এই হামলায় তিনজন হামলাকারীও নিহত হয়েছে।
এদিকে ইরানে সক্রিয় বেলুচ সশস্ত্র গোষ্ঠী জাইশ আল-আদল এই হামলার দায় স্বীকার করে তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে সকল বেসামরিক নাগরিককে অবিলম্বে সংঘর্ষের এলাকা থেকে সরে যেতে আহ্বান জানিয়েছে।
সিস্তান-বালুচেস্তানের ডেপুটি পুলিশ কমান্ডার আলিরেজা দালিরি জানান, হামলাকারীরা দর্শক সেজে ভবনে প্রবেশের চেষ্টা করেছিল। বেলুচ মানবাধিকার গোষ্ঠী হাআলভিশ (HAALVSH) প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, হামলাকারীরা বিচারকদের কক্ষে হামলা চালালে বিচার বিভাগের বেশ কয়েকজন কর্মী ও নিরাপত্তা কর্মী নিহত বা আহত হন।
ইরনা জানিয়েছে, জরুরি কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
সিস্তান-বালুচেস্তান প্রদেশটি পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে অবস্থিত। এই অঞ্চলে ইরানের সুন্নি মুসলিম বেলুচ সংখ্যালঘুরা বাস করে। তারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, তারা অর্থনৈতিকভাবে প্রান্তিক এবং রাজনৈতিকভাবে বঞ্চিত।
কিছু সশস্ত্র গোষ্ঠী এই অঞ্চলে বৃহত্তর অধিকার ও স্বায়ত্তশাসনের জন্য লড়াই করছে বলে দাবি করে। তবে ইরান সরকার তাদের কয়েকজনের বিরুদ্ধে বিদেশি সরকারের সঙ্গে সম্পর্ক এবং হামলা ও সীমান্ত পারাপার করে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তোলে।