Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সারাবাংলা ডেস্ক
২৬ জুলাই ২০২৫ ১৯:৪৪ | আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১৯:৪৮

ভার্চুয়াল প্লাটফর্মে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান- এর সঙ্গে প্রধান কার্যালয়ের নির্বাহী, জোন ও শাখা প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ভার্চুয়াল প্লাটফর্মে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খান। অনুষ্ঠানে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলম, মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, কে.এম. মুনিরুল আলম আল-মামুন, ড. এম কামাল উদ্দীন জসীম এবং মো. মাকসুদুর রহমানসহ প্রধান কার্যালয়ের উইং ও ডিভিশন প্রধান, ঊর্ধ্বতন নির্বাহীরা, ১৬টি জোনের জোনপ্রধান, ৪০০টি শাখার ব্যবস্থাপকরা এবং ২৭১টি উপশাখার ইনচার্জরা অংশ নেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এম জুবায়দুর রহমান বলেন, ‘ইসলামী ব্যাংকের সুনাম পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমানত সংগ্রহ, নতুন সম্পদ বৃদ্ধি, ওভারডিউ বিনিয়োগ রিকোভারির জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বাস্তবায়নের জন্য কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘অল্প সময়ে অনেক বেশি কাজ করতে হবে।’ তিনি ব্যাংকের চলমান জরুরি বিষয়গুলোকে চিহ্নিত করে সমাধান করার লক্ষ্যে সকলকে নিরলস পরিশ্রম করার জন্য নির্দেশনা দেন।

সারাবাংলা/এসডব্লিউ

ইসলামী ব্যাংক মতবিনিময় সভা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর