খুলনা: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, “পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে আর ফ্যাসিবাদ তৈরি হবে না; জবাবদিহিমূলক সরকার কায়েম হবে। তাহলেই একটি সুন্দর দেশ গঠন হবে।”
শনিবার (২৬ জুলাই) বিকেলে শিববাড়ির ঐতিহাসিক বাবরী চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখার আয়োজিত এক গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘জবাবদিহিতার অভাবেই ফ্যাসিবাদ তৈরি হয়। আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন হলে ক্ষমতার মেরুকরণ হ্রাস পাবে এবং সংলাপের সংস্কৃতি সৃষ্টি হবে। এছাড়াও, এই পদ্ধতিতে প্রতিটি ভোটের কার্যকর ব্যবহার নিশ্চিত হবে ও নষ্ট ভোট কমানো সম্ভব হবে। তিনি আরও উল্লেখ করেন যে, এর মাধ্যমে ব্যাপক দল-মতের প্রতিনিধিত্বের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার তৈরি হবে।’
তিনি আরও বলেন, ‘৫ আগষ্টের পরে দেশ গঠনের জন্য সংস্কার প্রয়োজন বলে ঐকমত্য তৈরি হয়েছে। সেই সংস্কার হতে হবে রাষ্ট্রের কাঠামোতে, আইনে এবং রাজনৈতিক দলের চরিত্র ও সংস্কৃতিতে। রাষ্ট্রের কাঠামো ও আইনী সংস্কারের কাজ কিছুটা অগ্রগতি হলেও রাজনৈতিক চরিত্র ও সংস্কৃতিতে তেমন কোন পরিবর্তন আসেনি।’
পীর সাহেব চরমোনাই বলেন, ‘রাজনৈতিক দলগুলোকে নিজ দলের ব্যাপারে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে সমালোচনায়, বক্তব্যে ও মন্তব্যে শিষ্টাচারের বিষয়টি লক্ষ্য রাখতে হবে।’
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহর সভাপতিত্বে ও নগর সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব ও মহানগর সেক্রেটারি মুফতি ইমরান হোসাইনের যৌথ পরিচালনায় গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- ইসলামী আন্দোলনের নায়েবে আমির হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল, মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমাদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মুফতী মোস্তফা কামাল, কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা শুয়াইব হোসেন, খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান।
সমাবেশ থেকে সমাবেশে খুলনার ছয়টি আসনে ইসলামী আন্দোলনের এমপি প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
তারা হলেন- খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে আলহাজ্ব মাওলানা আবু সাঈদ। খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে আলহাজ্ব মুফতি আমানুল্লাহ। খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী-আড়ংঘাটা) আসনে আলহাজ্ব হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল।
খুলনা-৪ (রূপসা-দিঘলিয়া-তেরখাদা) আসনের হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমাদ। খুলনা-৫ (ফুলতলা-ডুমুরিয়া) আলহাজ্ব মুফতি আব্দুস সালাম ও খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আলহাজ্ব হাফেজ আসাদুল্লাহ গালিব।