ঢাকা: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ কখনোই ‘সেকেন্ডারি’ ইস্যু হতে পারে না, রাজনীতির কেন্দ্রে পরিবেশকে আনতে হবে। নির্বাচনী ইশতেহারে (মেনিফেস্টো) পরিবেশ নিয়ে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবে প্রতিফলিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।
শনিবার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে “Road to Green Manifesto” শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা জোর দিয়ে বলেন, পরিবেশ রক্ষা এখন আর শুধু নীতির বিষয় নয়, এটি মানবিক দায়িত্ব। তিনি বলেন, পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিয়ে মেনিফেস্টোতে যেসব চমৎকার কথা লেখা হয়, বাস্তবে তার প্রতিফলন ঘটাতে হবে। তরুণরা এখন ভোটব্যাংকের বড় অংশ, তাদেরকেই রাজনীতিবিদদের প্রতিশ্রুতি বাস্তবায়নে বাধ্য করতে হবে।
জলবায়ু পরিবর্তন, নদী দখল, বন উজাড় ও পাহাড় নিধনের ভয়াবহতা তুলে ধরে উপদেষ্টা বলেন, “জাফলংয়ে পাথর উত্তোলনে সর্বদলীয় ঐক্য থাকলেও পরিবেশ রক্ষায় তেমন ঐক্য নেই। ইকোট্যুরিজমের মাধ্যমে সরকারের রাজস্ব বাড়ানো সম্ভব হলেও সেদিকে নজর নেই।
তিনি আরও বলেন, পরিবেশ মন্ত্রণালয় বাজেটে বরাবরই উপেক্ষিত, অথচ রাজধানীর বায়ুদূষণ, জলাশয় সংকট, খাদ্য ও পানির নিরাপত্তার সঙ্গে এ মন্ত্রণালয় সরাসরি যুক্ত। বেইজিং যেমন পাঁচ বছরে বায়ুর মান ৩৭% উন্নত করেছে, আমাদেরও তেমনি বিনিয়োগ করতে হবে।
সচেতন ফাউন্ডেশনসহ কয়েকটি এনজিওর যৌথ আয়োজনে অনুষ্ঠিত সংলাপে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন।
এর আগে শনিবার সকালে সাভারে ব্র্যাক সিডিএম-এ অনুষ্ঠিত ‘ফ্রুগাল ইনোভেশন ফোরাম ২০২৫’-এর এক সেশনে বক্তব্য দেন পরিবেশে উপদেষ্টা।