চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ছিনতাইকারী ‘সন্দেহে’ এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত দুজনকে গ্রেফতার করেছে।
শুক্রবার (২৫ জুলাই) ভোরে নগরীর চান্দগাঁও থানার কালুরঘাট খেজুরতলা এলাকায় এ ঘটনা ঘটে। মামলা দায়েরের পর শনিবার (২৬ জুলাই) এ ঘটনা জানাজানি হয়েছে।
নিহত ইকবাল হোসেন রুবেল (৩৫) খেজুরতলা গণি কোম্পানি বাড়ির বাসিন্দা।
গ্রেফতার দুজন- মো. হাসান (২৫) ও রুহুল আমিন (৫৫)। তারাও খেজুরতলা এলাকায় বসবাস করেন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘শুক্রবার ভোরে খেজুরতলা সাফা মোতালেব কলেজ রোডে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনার পর প্রথমে হাসানের নেতৃত্বে ১০-১২ জন মিলে ছিনতাইকারী সন্দেহে ইকবালকে ধরে আটকে রাখে। এরপর এলাকার লোকজন জড়ো হয়ে তাকে বেধড়ক পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
এ ঘটনায় শনিবার (২৬ জুলাই) নিহতের ছোট বোন রুমা আক্তার চান্দগাঁও থানায় হাসান ও রুহুল আমিনসহ ১২ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেছেন বলে ওসি জানিয়েছেন।