Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তারেক রহমানই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৫ ২০:৩৮ | আপডেট: ২৬ জুলাই ২০২৫ ২১:০৫

চট্টগ্রাম: বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের শান্তি ও জাতীয় ঐক্যের প্রতীক। কঠিন সময়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ রেখে তিনিই ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন।’

শনিবার (২৬ জুলাই) বিকেলে হাটহাজারী উপজেলার দক্ষিণ মেখল উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘বর্তমানে একটি অপশক্তি তারেক রহমানের বিরুদ্ধে ফ্যাসিস্ট হাসিনার আওয়ামী কায়দায় অপপ্রচার চালাচ্ছে। মিডিয়াতে তারা নিজেদের তারেক রহমান ও বিএনপির সমকক্ষ হিসাবে উপস্থাপন করতে চায়। এই অপশক্তিকে বাংলাদেশের মানুষ অতীতে ইতিহাসের আস্তাকুঁড়েই ফেলবে। বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার শক্তি তাদের নেই।’

বিজ্ঞাপন

উপজেলার মেখল ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে সমাবেশে হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, পৌরসভা কমিটির আহ্বায়ক জাকের হোসেন, উপজেলার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম, সদস্য সচিব গিয়াস উদ্দিন বক্তব্য দেন।

সারাবাংলা/আরডি/এসএস

আন্দোলন তারেক রহমান নেতৃত্ব ফ্যাসিবাদ বিরোধী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর