ঢাকা: জুলাই বিপ্লবে শহিদদের পরিবারের প্রতি রাষ্ট্র ও রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা যথাযথভাবে পালন করা হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘শহিদ পরিবার ভিক্ষা চায় না, তারা সম্মানের সঙ্গে বাঁচতে চান।’
শনিবার (২৬ জুলাই) বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহিদদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, ‘আমরা অনুতপ্ত—শহিদদের যথাযথ মর্যাদা দেওয়া হয়নি। ঐকমত্য কমিশনে আলোচনা চলছে, কিন্তু বাস্তবায়নে অগ্রগতি নেই। শহিদ পরিবারকে চাকরি দিয়ে পুনর্বাসন করতে হবে। এটি কোনো ‘কোটা’ নয়, বরং তাদের অধিকার।’
তিনি আরও বলেন, ‘জুলাই যোদ্ধারা যদি রক্ত না দিতেন, তাহলে আজ আমরা অনেকেই কেরানীগঞ্জ বা কাশিমপুরের কারাগারে বন্দি থাকতাম—এই সত্য আমরা ভুলে যেতে পারি না।’
জামায়াত আমির আরও জানান, তাদের দল নিয়মিতভাবে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে সোচ্চার রয়েছে। তিনি বলেন, ‘জুলাই পরিবারের পাশে থাকতে দরকার হলে ঋণ শোধে ভিক্ষাও করব। কিন্তু শহিদ পরিবারের সম্মান ফিরিয়ে দিতে হবে।’