Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় ১ কোটি ২২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৫ ২১:৫২ | আপডেট: ২৭ জুলাই ২০২৫ ০২:৪১

কুমিল্লা: কুমিল্লা সীমান্তে ১ কোটি ২২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৬ জুলাই) দুপুরে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার শিবের বাজারে পৃথক দুটি অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে বিওপি’র বিশেষ টহলদল।

বিজিবি জানায়, অভিযানে ১ লাখ ২০ হাজার ৪০০ পিস বিভিন্ন ধরনের ভারতীয় বাজি ও ৪২ ড্রাম চিংড়ি মাছের রেণু ভর্তি একটি ট্রাক জব্দ করা হয়। সীমান্ত থেকে ৫ কিলোমিটার ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় এসব পন্য জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ২২ লাখ টাকা। মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানায় বিজিবি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

জব্দ ভারতীয় পণ্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর