Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই বিপ্লব নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন ২৭ জুলাই

ঢাবি করেস্পন্ডেন্ট
২৬ জুলাই ২০২৫ ২২:১৩

জুলাই বিপ্লব নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন। ছবি: সংগৃহীত

ঢাকা: জুলাই বিপ্লবের প্রথমবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে রোববার (২৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই বিপ্লব নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন।

ঢাকাভিত্তিক গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড ইন্টিগ্রেটেড থট (আরআইটি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ-এর যৌথ আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার (২৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠান দু’টি এ তথ্য জানায়।

‘দ্য লিগ্যাসি অব জুলাই রেভ্যুলেশন ২০২৪: রিবিল্ডিং বাংলাদেশ’ শীর্ষক এই সম্মেলনের মূল লক্ষ্য হলো জুলাই বিপ্লবের প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, একাডেমিক গবেষণাপত্র উপস্থাপন ও বিশ্লেষণমূলক আলোচনা এবং ‘বাংলাদেশ ২.০’ গঠনের দিকনির্দেশনা তৈরি। এ লক্ষ্যে আয়োজিত এই সম্মেলনে দেশ ও বিদেশের মোট ১৩টি গবেষণা প্রতিষ্ঠান ও সিভিল সোসাইটি সংগঠন অংশ নিচ্ছে।

বিজ্ঞাপন

এতে সহ-আয়োজক হিসেবে অংশ নিচ্ছে- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, কানাডার ইউনিভার্সিটি অব রেজিনা, সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিকাল ইউনিভার্সিটির স্কুল অব সোশ্যাল সায়েন্সেস, যুক্তরাষ্ট্রের কেন্ট স্টেট ইউনিভার্সিটির স্কুল অব পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ, দ্য ইন্টারনেশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি, যুক্তরাজ্যের বাংলাদেশ ২.০ ইনিশিয়েটিভ, যুক্তরাষ্ট্রভিত্তিক সোচ্চার, ঢাকার ইনসাফ, তুরস্ক ভিত্তিক সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ, ঢাকার সেন্টার ফর পলিসি অ্যানালিসিস অ্যান্ড অ্যাডভোকেসি, এবং যুক্তরাজ্যের জাগরণ ফাউন্ডেশন। এছাড়া, সম্মেলনটি বিভিন্ন সামাজিক, কমিউনিটি-ভিত্তিক, অলাভজনক ও অরাজনৈতিক প্রতিষ্ঠানের সহযোগিতায় আয়োজিত হচ্ছে।

সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান; আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল; শিক্ষা উপদেষ্টা প্রফেসর চৌধুরী রফিকুল আবরার, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষ দূত প্রফেসর লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী এবং তুরস্কের বিশিষ্ট বুদ্ধিজীবী ও একাডেমিক প্রফেসর ড. ইয়াসিন আক্তাই।

সম্মেলনে ১৫ জনের বেশি বিশেষজ্ঞ বক্তা, ১০টির বেশি সরাসরি প্যানেলে প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা থাকবে। এতে আলোচনা করবেন- কোস্টারিকার ইউনিভার্সিটি ফর পিস (ইউপিস)-এর ইমেরিটাস অধ্যাপক ড. আমর আব্দুল্লা, দৈনিক আমার দেশের সম্পাদক ড. মাহমুদুর রহমান, মালয়েশিয়ার পলিটি থিংক ট্যাঙ্কের নির্বাহী চেয়ারপারসন ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা নুরুল ইজ্জাহ আনোয়ার, সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিকাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. মো. সাইদুল ইসলাম, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কূটনীতিক জন ড্যানিলোভিচ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ড. সৈয়দা সুলতানা রাজিয়া, যুক্তরাজ্যের জাগরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান শরীফ বান্না, এবং কাতারের হামাদ বিন খলিফা ইউনিভার্সিটির অধ্যাপক ড. উসামা আল-আজামি প্রমুখ।

এছাড়াও, সম্মেলনে উপস্থাপনের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ৪০০-এর বেশি গবেষণা প্রবন্ধ জমা পড়ে। কঠোর পিয়ার রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে এর মধ্যে ৬০টি প্রবন্ধকে মৌখিক উপস্থাপনার জন্য এবং ৬০টি পোস্টার প্রেজেন্টেশনের জন্য মনোনীত করা হয়। নির্বাচিত প্রবন্ধগুলো উপস্থাপন করবেন বিশ্ববিদ্যালয় অধ্যাপক,অ্যাক্টিভিস্ট, ছাত্রনেতা, আইন বিশেষজ্ঞ এবং নীতি নির্ধারকগণ, যারা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, ফিল্ড এনালাইসিস, গবেষণার গভীরতা এবং নীতিনির্ভর বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়বস্তু তুলে ধরবেন।

সম্মেলন শেষে টিএসসিসি অডিটোরিয়ামে পরিবেশিত হবে মঞ্চনাটক ‘লাল জুলাই। নাটকটি জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও তাৎপর্যকে সাংস্কৃতিক ভাষায় উপস্থাপন করবে। আয়োজকদের প্রত্যাশা, এই সম্মেলন কেবল জুলাই বিপ্লবের গুরুত্ব ও প্রভাবকে তুলে ধরবে না, বরং বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা গঠনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবেও কাজ করবে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত গবেষক, নীতিনির্ধারক ও সুশীল সমাজের প্রতিনিধিরা এতে অংশ নেবেন।

সারাবাংলা/কেকে/পিটিএম

আন্তর্জাতিক সম্মেলন জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর জুলাই বিপ্লব ঢা‌বি