ময়মনসিংহ: ময়মনসিংহে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ ও শহিদদের স্মরণে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকালে নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা সমাজ সেবা ও মহিলা অধিদফতরের সহযোগিতায় শপথ পাঠ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।
জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পুলিশ সুপার কাজী আখতার উল আলম, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স, জুলাই শহিদ সাগরের পিতা আসাদুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক আলী হোসেন, মাজাহারুল ইসলাম ও আল নুর আয়েশসহ অন্যান্য নেতারা।
পরে জুলাই রেভ্যুলেশনারি অ্যালাইয়েন্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এর আগে, এক মিনিট নিরবতা পালন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করা হয়।