Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমন্বয়ক পরিচয়ে সাবেক নারী এমপির বাসায় চাঁদাবাজি, আটক ৫

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৫ ২২:৪৬

সমন্বয়ক পরিচয়ে সাবেক নারী এমপির বাসায় চাঁদাবাজি করতে গিয়ে আটক ৫। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে পাঁচ যুবককে আটক করেছে পুলিশ। শাম্মীর পরিবার বলছে, সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদা দাবি করেছিল তারা। এমনকি এর আগেও তারা ১০ লাখ টাকা চাঁদা নিয়েছে।

শনিবার (২৬ জুলাই) রাত ৮টার দিকে ওই বাসা থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেন গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান।

থানা পুলিশের ভাষ্যমতে, সম্প্রতি শাম্মী আহমেদের বাসায় গিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে ওই পাঁচ যুবক। তিনি পলাতক থাকায় তার স্বামীর কাছে এ চাঁদা দাবি করা হয়। কয়েকদিন আগে তারা ওই বাসায় গিয়ে ১০ লাখ টাকা নিয়ে আসে। আজ রাত ৮টার দিকে তারা আবার ওই বাসায় যায় স্বর্ণালংকার নিতে। এ সময় বাড়ির লোকজন পুলিশকে খবর দিলে রিয়াদসহ সমন্বয়ক পরিচয় দেওয়া পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে গুলশান থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘ঘটনাটি তদন্ত করছি। আটক হওয়া সবাইকে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি জানার চেষ্টা করছি।’ তবে আদৌ তারা সমন্বয়ক কি না তা বলতে পারেনি পুলিশ।

সারাবাংলা/ইউজে/পিটিএম

আটক ৫ চাঁদাবাজি সমন্বয়ক পরিচয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর