সুনামগঞ্জ: জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই ) দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা সমাজ সেবা অধিদফতর ও জেলা মহিলা অধিদফতরের সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়। প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত থাকা এবং দ্বিতীয় পর্বে সমাজগঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক সুনজিত কুমার চন্দ (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা), অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, সমাজ সেবা অধিদফতরের উপপরিচালক সুচিত্রা রায়, মহিলা অধিদফতরের উপপরিচালক মোহাম্মদ রেজাউল করিমসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা এবং বিভিন্ন সংগঠন ও সংস্থার নেতারা।