Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেলার পর এবার বৈছাআ’র রংপুর মহানগরের কমিটি স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৫ ২২:৫১

রংপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিতের পর এবার রংপুর মহানগর শাখার কার্যক্রম স্থগিত করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম সই করা প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন রংপুর মহানগর শাখার আহ্বায়ক কমিটির নির্ধারিত মেয়াদ অতিক্রান্ত হওয়ায় উক্ত কমিটির সকল ধরনের কার্যক্রম পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো।

গত বছরের ২৪ নভেম্বর ইমতিয়াজ আহম্মদ ইমতিকে আহ্বায়ক ও রহমত আলীকে সদস্যসচিব করে ১২২ সদস্য বিশিষ্ট রংপুর মহানগর কমিটি অনুমোদন দেয় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন।

বিজ্ঞাপন

কমিটি স্থগিতের বিষয়ে ইমতিয়াজ আহম্মদ ইমতিকে ও রহমত আলীকে ফোন করা হলে তারা কেউই ফোন রিসিভ করেননি।

সংগঠন সূত্রে জানা গেছে, কমিটি গঠনের পর থেকেই রংপুর মহানগর বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের আহ্বায়ক ও সদস্যসচিবের বিরুদ্ধে চাঁদাবাজির তোলেন অন্যান্য নেতাকর্মীরা। গত ১৮ মে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের রংপুর মহানগর কমিটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নিয়োগ–বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগ তুলে রংপুর মহানগর কমিটির ১১ জন নেতা পদত্যাগ করেন।

রংপুর মহানগর কমিটির পদত্যাগকারী যুগ্ম সদস্যসচিব সিয়াম আহসান আয়ান বলেন, ‘সম্প্রতি রংপুর জেলা কমিটির আহ্বায়ক, সদস্যসচিবসহ কিছু নেতার বিরুদ্ধে ওঠা দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এবং এসবের সপক্ষে পাওয়া প্রমাণ আন্দোলনের মূল চেতনা ও আদর্শের সম্পূর্ণ পরিপন্থী। এই গুটিকয় নেতার অপকর্মের দায় আমরা যারা নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছি, তাদের ওপরও বর্তাচ্ছে, যা অত্যন্ত লজ্জাজনক ও অপমানজনক।’

পদত্যাগ করা মাহতাব হোসেন আবিরের অভিযোগ, গত ফেব্রুয়ারি মাসে রংপুরের ঘাঘট নদের পাড়ে গ্রামীণ কুটির শিল্প মেলায় ব্যাপক জুয়ার অভিযোগ ওঠে। সেখান থেকে মহানগর ও জেলা কমিটি মিলে ১৪ লাখ টাকা চাঁদা নেয়। তখন তারা মহানগর ও জেলার শীর্ষ নেতাদের কাছে কৈফিয়ত দাবি করলেও তারা দেননি। এ ছাড়া মামলা-বাণিজ্য, ফেনীর বন্যার সময় ত্রাণের অবশিষ্ট ৮৭ হাজার টাকা আত্মসাৎ ও রংপুর সিটি করপোরেশনের ২৫ কর্মচারীর নিয়োগে কয়েক লাখ টাকা বাণিজ্য করেছেন তারা।

পদত্যাগ করা বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতারা সে সময় অভিযোগ করে বলেছিলেন, ‘যে মূল্যবোধ ও আদর্শকে ধারণ করে আমরা বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মে যুক্ত হয়েছিলেন, তা আজ গভীরভাবে প্রশ্নবিদ্ধ। আমাদের অবস্থান স্পষ্ট, এসব অপকর্মের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। আমরা এই অন্যায়ের দায় নিতে বাধ্য নন। এ কারণে পদত্যাগ করেছি।’

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন রংপুর মহানগর কমিটির তৎকালীন আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ বলেছিলেন, ‘আমি কোনো অনৈতিক বা দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়াইনি। অবশ্যই কারও না কারও স্বার্থে আঘাত লেগেছে বলে এমনটি করা হচ্ছে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন রংপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত করা হয় কেন্দ্র থেকে।

সারাবাংলা/এইচআই

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর রংপুর মহানগর স্থাগিত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর