Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পৃথিবীর সব সম্পদ দিয়েও প্রসিকিউশনের কাউকে কেনা যাবে না’

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৫ ২৩:২০ | আপডেট: ২৬ জুলাই ২০২৫ ২৩:২৪

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা: পৃথিবীর সব সম্পদের বিনিময়েও প্রসিকিউশন টিমকে কিনতে পারবে না বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ দূরের কথা, তার চৌদ্দগোষ্ঠীরও ক্ষমতা হবে না আমাদের প্রসিকিউশন টিমকে টাকা দিয়ে কেনার। কেউ সম্পদ বা প্রলোভন দেখিয়েও কিনতে পারবে না। ভয়ভীতি দেখিয়ে কেউ বিরত রাখবে— এমন শক্তিও পৃথিবীতে কেউ দেখাতে পারবে না ইনশা আল্লাহ।’

শনিবার (২৬ জুলাই) বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই বিপ্লবের শহিদদের সম্মানে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, ‘জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের চারটি মামলার বিচার চলছে। অনেকেই বলছেন বিচার দৃশ্যমান হয়নি। আগামী ৩-৪ আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী তার জবানবন্দি আদালতে দেবেন। সেদিন গোটা জাতি টেলিভিশনের পর্দায় চোখ রাখবেন। সম্ভব হলে আদালতে আসবেন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘শুধু বাংলাদেশ নয়, আয়নার মতো পরিষ্কার করে দুনিয়ার কাছে আমরা প্রমাণ করতে সক্ষম হবো যে- শেখ হাসিনা কী অপরাধ করেছেন, এসবের কী প্রমাণ ও তার কী শাস্তি হওয়া উচিত। অনেকেই বলেছেন এক বছর হয়ে গেল কেন রায় হলো না। গণহত্যার মামলার বিচার কখনও এক বছরে সম্পন্ন করা যায় না। যদি যেতো ভ্রাম্যমাণ আদালতের মতো বিচার হতো।’

প্রসিকিউশনের ওপর আস্থা রাখার অনুরোধ জানিয়ে চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘শহিদদের রক্তের সঙ্গে বেইমানি হবে না। শহিদদের স্বপ্ন আমাদের দিয়েই বাস্তবায়িত হবে ইনশা আল্লাহ।’

সারাবাংলা/আরএম/এসএস

কেনা তাজুল ইসলাম প্রসিকিউশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর